মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে আসলে শ্রাবনী কনষ্ট্রাকশন লিমিটেড এর (ঢাকা মেট্রো শ ১১- ৩৯-২৫) গাড়ির সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ৭ জন। নিহতের নাম মো: মিলন (২৫) তিনি ফরিদপুর পৌরসভার টেপাখোলা এলাকার বাসিন্দা।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সমীর নন্দী জানান, বেলা আনুমানিক ১টার দিকে এ সড়ক দূঘটনা ঘটে । এ সময় বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয় এবং শ্রাবনী কনষ্ট্রাকশনের ড্রাইভার মো ইসমাইল (৪৫) গুরুতর আহত হয়।
তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ইসমাইলের বাড়ি সদর উপজেলার গোল ডাঙ্গিরচর এলাকায়। এ সংবাদ লেখা পর্যন্ত অনন্যদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
Leave a Reply