সোমবার (৯ নভেম্বর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ব আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধনে তাকে দেখা যায়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আব্দুস সামাদ ও বিশেষ অতিথি পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রহমান ও জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা স্বাক্ষরিত পত্রে চাঁপাইনবাবগঞ্জ পৌর মহিলা যুব লীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জুঁই আক্তার। সেই কমিটি এখনো বলবৎ আছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তার বলেন, আমি একজন নারী উদ্যোক্তা এবং নিরাপদ নারী উন্নয়ন সমিতির সভাপতি। তাই আজকে ডিসি অফিসে জয়িতাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এছাড়া তার আগে ডিসি অফিসের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে একটি মানববন্ধন চলছিল, সেই মানববন্ধনে উপস্থিত ছিলাম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মসিউর করিম বাবু বলেন, আজকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অতিথি বা আমন্ত্রণ জানানো হয়নি। এতে যুব মহিলা লীগ নেত্রীর উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না। তিনি কীভাবে মানববন্ধনে উপস্থিত ছিলেন সেই ব্যাপারে কিছু জানি না। পরবর্তীতে এসব বিতর্কিত বিষয় এড়িয়ে চলার চেষ্টা করব।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তাদের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিল। তাই সেই প্রোগামে আমি গিয়েছিলাম। সেখানে কে উপস্থিত ছিল আর কে ছিল না সেই বিষয়ে আমি কিছুই জানি না। তারা দাওয়াত দিয়েছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আজকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমন্ত্রণ জানায়নি। কীভাবে তিনি (যুব মহিলা লীগ নেত্রী) উপস্থিত ছিলেন সেই বিষয়ে জানি না। এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Leave a Reply