শহীদ শাহ্জাদা সৈয়দ আব্দুল ওয়াহাব শাহ্ ( রহ.) এর পুত্র সৈয়দ আক্তার হোসেন ও সৈয়দ রইস উদ্দিন জাতিধর্মবর্ণ নির্বিশেষে অনুষ্ঠানসূচী মোতাবেক আম্বিয়ায়ে ক্বেরাম ও আওলীয়ায়ে ক্বেরামের সওয়াব রেছানির মজলীসে উপস্থিত হয়ে আল্লাহ্ ও রাসুল (সা.)এর হেদায়েতের পথে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, মহান মহাপুরুষ অলীকুল শিরোমনি কুতুবে রব্বানী ইনছানে কামেল সাহেবে নুরুল মোকাম্মেল নূরুল আহাদ (আল্লাহ্ বাজান) হযরত গাউসুল আযম শাহান শাহ্ সৈয়দ লোকমান হাকিম দরবেশ ( র.) শাইয়্যেন আল্লাহ্ এর একমাত্র পুত্রের দরবার-এ ওহাব শাহ্ মাজারে ১৩ ডিসেম্বর
রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় হতে পবিত্র কোরআন খানি,বাদ আছর রওজা মোবারক- এ গোসল দান, গেলাপ পরানো। দরবার-এ লোকমানিয়ায় বাদ মাগরিব মিলাদ মাহ্ফিল,অলী আউলীয়াদের জীবনী আলোচনা হয়, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠিত হইবে।
Leave a Reply