নিহত মাদ্রাসা শিক্ষার্থী ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।নিহত মাদ্রাসা শিক্ষার্থীর খালু আলতাফ হোসেন জানান, নিহত ওয়াসির পৌর এলাকার বেজিয়াতলা মাদ্রাসার নবম শ্রেণী শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে মাদ্রাছায় পরীক্ষা দিতে যাওয়ার পথে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি যশোর কোতোয়ালি থানার পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply