“কিডস ল্যান্ড পার্ক” এর সিইও শাহিন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব,
সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে পার্কটি উদ্বোধন করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, ভারত সীমান্তবর্তী পদ্মা- পাগলা নদীর তীর ঘেঁষা দৃষ্টিনন্দন সোনামসজিদ স্থলবন্দর, ঐতি্য্যবাহী সোনামসজিদ ও শাহ নেয়ামতুল্লাহ মাজার সহ আম বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা পর্যটকসহ স্থানীয় শিশু দর্শনার্থীদের বিনোদনের জন্য আম্রকাননে ঘেরা মনোরম শিশু বিনোদন পার্কটি সবার মন কাড়বে।তিনি কিডস ল্যান্ড পার্ক মালিক কর্তৃপক্ষের উদ্দেশ্য নিয়ম মেনে পার্ক চালানোর পরামর্শ দেন।
চাঁপাইনবাবগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শত বছরের ঐতিহ্যবাহী গৌড় এর শিবগঞ্জে ‘কিডস ল্যান্ড পার্ক’ নামে মনোরম শিশু বিনোদন পার্ক তৈরি করা হয়েছে। এটি পৌর এলাকায় নির্মিত প্রথম বিনোদন শিশু পার্ক।
উল্লেখ্য, বৃটেন প্রবাসী শিবগঞ্জের মেসবাহুল হক বাবু নামে একজন বিনোদন প্রেমী শিবগঞ্জ উপজেলায় শিশু কিশোরদের বিনোদনের কথা ভেবে পার্কটি তৈরি করে।তিনি লন্ডন থেকে ভার্চুয়াল এক বক্তব্য বলেন, আজকে পর্যন্ত পার্কটি আমার ছিলো এখন থেকে পার্কটি শিবগঞ্জ উপজেলাবাসীর।
ঐতিহ্যবাহী শিবগঞ্জে শিশুদের বিনোদনের জন্য পৌর এলাকায় সর্বপ্রথম এ শিশু পার্কটি তৈরি করতে পেরে খুবই ভাল লাগছে। এখানে ট্রেনসহ বিভিন্ন রাইড চালু রয়েছে। আরও উন্নতমানের স্পীড বোড সহ আধুনিক রাইড স্থাপনের পরিকল্পনা রয়েছে।পার্কটি সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক হতে পার্কের প্রবেশ পথ দিয়ে নান্দনিকভাবে নির্মাণ ও লাইটিং আর্চওয়ের মাধ্যমে সবুজ মূখ আকৃতির গেইট নির্মাণ করা হয়েছে। কিডস জোনে শিশুদের জন্য অত্যাধুনিক কিডস ও রাইড স্থাপন করা হয়েছে। এছাড়া ল্যান্ডস্কেপে ওয়াকওয়ে এবং বসার ব্যবস্থা রয়েছে। টিলার ঝিঁরির ওপর নির্মিত পাকা সেতুটিও সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে।
নির্মাণ করা হয়েছে দর্শণার্থীদের জন্য উন্নতমানের ওয়াশরুম। এখানে শিশুদের অভিভাবকরাও বেশ আনন্দ উপভোগ করতে পারবেন। সন্ধ্যার পর রং-বেরংয়ের আলোকসজ্জায় স্বপ্নপুরীর রুপ নেয় “কিডস ল্যান্ড পার্ক”। রয়েছে ‘আই লাভ শিবগঞ্জ’ ফটো সেশন প্লেস। কিডস্ জোনটি শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ ও আনন্দময় পরিবেশ উপযোগী।
Leave a Reply