সেখান থেকে প্রতিদিন কলেজ পড়ুয়া শিক্ষক শিক্ষার্থীদের পানির সমস্যা মিটবে। শিক্ষার্থীদের সু্পেয় পানির কষ্ট লাগবে ব্যক্তি উদ্যোগে নলকূপসহ পানি সরবরাহ পাঁচটি ট্যাপ স্থাপন করে দিয়েছেন যশোর মেডিকেল কলেজের প্রভাষক ডা. আলাউদ্দীন আল মামুন।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসন যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান প্রধান অতিথি হয়ে নলকূপটি উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, ‘কলেজে বর্তমানে দুটি হোস্টেলে আবাসিকসহ আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু কলেজে কয়েকটি টিউবওয়েল থাকলেও পানি নিয়মিত উঠে না। পানি উঠলেন অনেকগুলো টিউবওয়েলের পানি পান করার অনুপোযুক্ত। এমন পরিস্থিতিতে একটি অগভীর নলকূপ স্থাপন করার মধ্যে দিয়ে অনেকটা পানির কষ্ট লাঘব হবে শিক্ষার্থীদের।
আমরা এখন অনেক খুশি।’ শিক্ষার্থীদের পানির কষ্টের বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক বলেন, ‘কলেজটিতে টিউবওয়েল থাকলেও শিক্ষার্থীদের জন্য যতেষ্ট নয়। এমন পরিস্থিতি ব্যক্তি উদ্যোগে ডা. আলাউদ্দীন আল মামুনের নলকূপটি শিক্ষার্থীদের ভোগান্তি ও পানির কষ্ট কমাবে।
তার এই ধরণের উদ্যোগ প্রশংসার দাবিদার।’ এই বিষয়ে ডা. আলাউদ্দিন আল মামুন বলেন, ‘ পানির স্তর নিচে নেমে যাওয়াসহ নানা কারণে পানির সমস্যা দেখা দেয় কলেজটিতে। এক মাধ্যম থেকে জানতে পারি; কলেজটিতে শিক্ষার্থীদের পানির কষ্ট হয়। এমন পরিস্থিতিতে বিশুদ্ধ খাবার পানির জন্য অগভীর নলকূপ স্থাপনার উদ্যোগ নেই। যাতে শিক্ষার্থী কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হয়।’
Leave a Reply