সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম সাইফুল ইসলাম, যবিপ্রবির অধ্যাপক মৃত্যুঞ্জয় বিশ্বাস , বীর প্রতীক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, দৈনিক যশোর বার্তা’র প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক সাইফুল ইসলাম কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, মনিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, যশোর গেজেট এর সম্পাদক মাসুদ পারভেজ, সাংবাদিক মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, কে এম ইদ্রিস, হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম শওকত আলী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা যশোরবাসী আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে নানা কারনে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত। বিগত সাড়ে পনেরো বছর আমরা সব থেকে বেশি বঞ্চিত হয়েছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পিওন থেকে শুরু করে এমপি, মন্ত্রী তথা আমলারা দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন।
ওই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে ছাত্র -জনতার অবদান কোনোক্রমেই অস্বীকার করা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস তার মিরাকল ম্যাজিক দেখিয়ে রাষ্ট্র গঠনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। যশোরবাসীর পক্ষে আমি ইতোমধ্যে আপনাদের দাবীকৃত কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের পক্ষে তার হাতে কিছু সুপারিশ জমা দিয়েছি।
আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমি আপনাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক বিমল রায়।
অনুষ্ঠান শেষে দৈনিক যশোর বার্তা’র প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন প্রধান অতিথি প্রফেসর ড. এম শওকত আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
Leave a Reply