জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে লালমনিরহাটের ৫ উপজেলায় ৬,৫০০ হেক্টর জমিতে আলুর চাষাবাদ করা হবে। ইতোমধ্যে ৬০ শতাংশ জমিতে আলু বীজ বপনের কাজ সম্পন্ন হয়েছে এবং কৃষকরা নিয়মিত পরামর্শ পাচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তাদের কাছ থেকে।
পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক এনামুল হোসেন জানান, “গত বছর আলু চাষ করে ভালো দাম পেয়েছি, তাই এবারও আলু বীজ বপন করছি। তবে খরচ কিছুটা বেড়েছে।” একই কথা জানালেন কৃষক ও সার ব্যবসায়ী জাহিদ হোসেন, যিনি প্রতিবছর ৩ থেকে ৫ একর জমিতে আলু চাষ করেন। তিনি বলেন,
“এক একর জমিতে আলু চাষ করতে প্রায় ৭০০-৮০০ কেজি বীজ আলু প্রয়োজন এবং কিছু সার ও জৈবসার ব্যবহার করা হলে ফলন বৃদ্ধি পায়।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, সদর উপজেলায় আলু উৎপাদন জেলার প্রায় ৫০ ভাগ হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেছেন, চলতি বছর উপজেলায় ৩,৭০০ হেক্টর জমিতে আলু চাষ হবে এবং প্রতি হেক্টর জমিতে ২৮.৫ থেকে ২৯ টন আলু উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ সাইফুল আরিফিন জানান, “এবার উন্নতমানের আলুর বীজ সরবরাহ করা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে।”
এভাবে, লালমনিরহাটের কৃষকরা আশা করছেন, আলু চাষে তাদের স্বপ্ন সফল হবে এবং তারা লাভবান হবে।
১৭ ডিসেম্বর, (বাসস)
Leave a Reply