বুধবার সকালে শার্শা উপজেলার পাচভুলট এলাকায় মেইন পিলারের বাংলাদেশ সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান,খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন,পাঁচভুলোট সীমান্তের শুন্য লাইন থেকে ৩০গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে জেলার শার্শা থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শর্য্যা বিশিষ্ট জেনারল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply