এর আগে সেঞ্চুরি হাঁকিয়ে দলের শক্ত ভিত গড়ে দেন সায়েম আইয়ুব। আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২৩৯ রান করে। জবাবে পাকিস্তান মাত্র ৩ বল আগে ৩ উইকেটের জয় নিশ্চিত করে।
পার্লের বোল্যান্ড পার্কে বুধবার (১৮ ডিসেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন ৭০ রানের জুটি গড়েন। উইকেটের খোঁজে থাকা পাকিস্তান তৃতীয় বোলার হিসেবে বোলিংয়ে আনেন সালমান আগাকে। টানা তিন ওভারে এই অফস্পিনার তুলে নেন ৪ উইকেট। ১৮ রান যোগ হতেই চার প্রোটিয়া ব্যাটসম্যান হারায়।
প্রথমে টনিকে দিয়ে শুরু করেন সালমানের উইকেট শিকার। ৩৩ রানে এলবিডব্লিউ হন তিনি। পরের ওভারে রিকেলটনেকে বোল্ড করেন ৩৬ রানে। এক ওভারে প্রোটিয়া দুই ব্যাটসম্যান রাইসি ভন ডার ডুসেনকে ৮ রানে ও ট্রিসটান স্টাবসকে ১ রানে ফেরান তিনি।
পঞ্চম উইকেটে অধিনায়ক আইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন প্রতিরোধ গড়েন। তবে সায়েম আইয়ুব বোলিংয়ে এসে থামান মার্করামকে। ৫৪ বলে ৩৫ রান করেন কামরান গুলামের হাতে ক্যাচ দেন প্রোটিয়া অধিনায়ক। পরে একাই লড়াই চালিয়ে যান ক্লাসেন। ৪৫তম ওভারে ক্লাসেনকে বোল্ড করে থামান আফ্রিদি।
৯৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ক্লাসেন ৮৬ রানের ইনিংসটি সাজান। শেষ দিকে কাগিসো রাবাদার ১১ ও ওটনেইল বার্টম্যানের ১০ রানে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে ২৩৯ রানের মাঝারি মানের পুঁজি পায়।সালমান আগার ৪ উইকেট বাদে ২ উইকেট নেন আবরার আহমেদ। ১টি করে উইকেট পান আফ্রিদি ও সায়েম।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৪ উইকেট হারায় ৬০ রানে। আব্দুল্লাহ শফিক শূন্য, বাবর আজম ২৩, রিজওয়ান ১ ও কামরান গুলাম মাত্র ৪ রানে আউট হন। খাদের কিনারায় পড়া দলকে টেনে তুলেন সায়েম ও সালমান। দুজনের জুটিতে আসে ১৪১ রান। এ সময়ে সায়েম তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার ১০৯ রানের ইনিংস সাজান ১১৯ বল খরচায় ১০ চার ও ৩ ছক্কায়।
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের থেকে ৩৯ রান দূরে থাকতে সায়েম আউট হলে ম্যাচের গতিপথ পরিবর্তন হওয়া শুরু করে। পাকিস্তান এগিয়ে থাকলেও ছাড় দিচ্ছিল না দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান দ্রুত আরও ৩ উইকেট হারায়। অন্যপ্রান্তে থাকা সালমান শেষ পর্যন্ত লড়াই করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
৯০ বলে ৮২ রানের ইনিংসটি খেলেন ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়। ৩ উইকেটের জয়ে পাকিস্তান তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।১৯ ডিসেম্বর কেপটাউনে হবে দ্বিতীয় ওয়ানডে।
সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply