বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই সমাবেশে চরমোনাই পীর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, এবং সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থার দাবিতে কথা বলেন।
তিনি বলেন, “রংপুরের মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করেছেন, রংপুর ইসলামের ঘাঁটি। দেশের কল্যাণে ইসলামকে ক্ষমতায়ন করতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
Leave a Reply