খবর বাপসনিউজ ।ইতিপূর্বে মঞ্চে আসন গ্রহণ করেন শাওন প্রজা , জসীম উদ্দিন , রুমেল হোসেন , অ্যাডভোকেট আঃ রশীদ , শামসুদ তোহা |জাতীয় সংগীত ও শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় | এরপর আলোচনা সভায় অভাবনীয় আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে কিভাবে মহান বিজয় এলো , স্বাধীনতার পুণ্যতা ও বাংলাদেশের সৃষ্টি হলো এবং সময়ের আলোকে ভবিৎষত করণীয় তার বর্ণনা দেন শাওন প্রজা , রুমেল হোসেন , জসীম উদ্দিন ও শামসুদ তোহা ।
একাত্তুর সাল বাঙালি জাতির কাছে এক মহাবিস্ময় , বিশ্ব রাজনীতির অবর্ণনীয় ইতিহাস | ওসময়ে আগুনের লেলিহান শিখায় সমস্ত পূর্ব বাংলা যখন পুড়ে ছারখার হচ্ছিলো , রক্তের নহর বইছিলো , তখন বঙ্গবন্ধুর ডাকে ঐ নতুনের কেতন উড়িয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক রাষ্টের সৃষ্টি হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ।
বর্তমানে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলটি আজ সুবিধাবাদীদের খপ্পরে পরে অস্তিত্ব সংকটে | নেত্রী আজ দলটিকে সুসংঘটিত ও উজ্জীবিত করতে দেশ প্রবাসে যোগাযোগ করছেন | আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই | ঐক্যের বিকল্প নেই কিন্তু তা হতে হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে | পরিশেষে সকল স্বাধীনতার শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দিন ।
এই অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে আগত দেশপ্রেমীদের এবং প্রধান উপদেষ্টা মাহাবুব মিলনের অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানানো হয় | অতঃপর সুস্বাদু নৈভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় । আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply