কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দুই দল। সুপার ফোরের প্রথম ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় নিকি প্রাসাদের ভারত।
ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। ইভা ১৯ বলে ১৪ রানে ফেরেন আয়ুশি শুক্লার বলে। একই ওভারে ভারতীয় বোলার শুক্লার দ্বিতীয় শিকারে ১০ রান নিয়ে ফেরেন আরেক ওপেনার ফাহমিদা চয়া।
এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শেষদিকে নবম জুটিতে ১৮ রান করে মানরক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। নিশি ১০ রানে ফিরলেও, ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন হাবিবা। বাকিরা সবাই এক অংকে আটকে থাকেন।
ভারতের পক্ষে সর্বোচচ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া সোনম যাদব ২, শবনম শাকিল ও মিথিলা একটি করে উইকেট শিকার করেন।ভারতের হয়ে ওপেনার গনগাদি তিশা খেলেন ৪৬ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস।
তার সঙ্গে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিকি প্রাসাদ। ওপেনার জি কামালিনি ৪ বলে শূন্য ও তিনে নামা সানিকা চাকি ৯ বলে শূন্য রানে আউট হন। মাত্র ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই বড় জয় পায় ভারত।বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন আনিসা আক্তার সোবা।
সুপার ফোরে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। অন্যদিকে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।
সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply