শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রশাসনের নিকট এ দাবি জানান তিনি।তিনি বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি দেশবিরোধী স্বৈরাচারের দোসর কলাউজান ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী ও ইউপি সদস্য হাবিবুর রহমান এবং তার লালিত-পালিত সন্ত্রাসী বাহিনী এই সশস্ত্র হামলা চালিয়েছে।
তিনি বলেন, সাংবাদিকের উপর হামলার ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমি পরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।
এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সাংবাদিকদের সুরক্ষায় দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Leave a Reply