নোয়াখালী জেলার চাটখিল স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টেচাটখিল উপজেলা পরিবেশক এসোসিয়েশনের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভা অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মনির হোসেন মাসুদ এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের পর একটি হামদ্ গজলের মধ্য দিয়ে সূচনা বক্তব্য মুক্ত আলোচনা রাখেন নাম্বার ওয়ান কোম্পানির পরিবেশক নুরুল আমিন চৌধুরী,
প্রভিটা ফিডস্ পরিবেশক হারেস মিয়া, থাই ডায়াপার ওমর ফারুক,সুপার স্টার টিস্যু পরিবেশক মোহাম্মদ ওমর, ডিপ্লোমিক পরিবেশক মনিরুল ইসলাম,রাঁধুনি পরিবেশক বিধান দাদা, গাওয়া-ঘি পরিবেশক বদরুদ্দোজা ভদ্র,ব্ল্যাকটেন কয়েল পরিবেশক হুমায়ন আকাশ,
ম্যাগনোলিয়া তাজুল ইসলাম, টুডে আলমগীর হোসেন, সজীব গ্রুপ সোয়াইব হোসেন সৌরভ কেয়া কসমেটিকস আহসান উর রউফসহ প্রমুখ।
আলোচনা সবাই বলেন উপজেলা পরিবেশক এসোসিয়েশন অনেক দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা সবার, এবং এই সংগঠন যারা তৈরি করেছে সবাইকে ধন্যবাদ জানান আলোচকরা , এবং উপজেলার প্রত্যেক বাজারে ইজারা কর্তৃক ইনসাফ ভিত্তিক খাজনা চাঁদা টোল আদায়,জলুমভিত্তিক চাঁদা খাজনা টোল বন্ধের দাবি জানানো হয়,
এবং বিভিন্ন কোম্পানি জনিত সমস্যার কারণ গুলো তুলে ধরেন অনেকে, এবং এসোসিয়েশনকে একটি সমিতির আকারে পরিচালনা করার সিদ্ধান্ত দেন অনেকে।সমিতি থেকে হতে পারে পরিবেশক এসোসিয়েশন ভবন,হাসপাতাল, হাউজিং প্রকল্প, মিনি বাজার ইত্যাদি।
পরিবেশক এসোসিয়েশন পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, মধ্যাহ্নভোজের শেষে সভাপতি জাকির হোসেন সমাপনী বক্তব্যের পর লটারী-ড্র অনুষ্ঠিত হয়, পরিবেশক এসোসিয়েশনের কমিটির পক্ষ থেকে লটারীতে-২৭ জনকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply