এ ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে,গ্রামের নজর আলী মোল্লা ও কবির মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চল আসছিল।
এ নিয়ে শুক্রবার তাদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ হয়।শনিবার সকালে এর জের ধরে পুনরায় দু,দল সংঘবদ্ধ হয়ে ঢাল,সরকি,রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়।
দফায় দফায় চলা সংঘর্ষে নারী সহ ১৫ জন আহত ও বাড়িঘর ভাংচুর করা হয়। আহতদের মধ্যে নারী সহ কয়েকজন বেশ গুরুত্বর।গুরুত্র আহতদের মধ্যে বাবু শেখ(২২),হেলেনা বেগম(৩২),
আবির শেখ(১৪),বিপ্লব মোল্লা(২৫),জামাল(৩০),মতিয়ার(২৭)কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply