রবিবার (২২ ডিসেম্বর) বিকেল তিনটায় চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে তাবলীগী জামাতের সদস্যরা তারপরে তারা আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে উপস্থিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় চারজন তাবলীগে অংশগ্রহণকারী নিহত হন এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
চাটখিল বিএনপি নেতা দেওয়ান শামসুল আফরিন শামীম বলেন মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।বিএনপির আরেক নেতা আহসানুল হক মাসুদ বলেন, শান্ত বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে, অজ্ঞাত ব্যক্তিদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বিক্ষোভ সমাবেশে, তাহাজ্জুদ নামাজরত নিরস্ত্র মুসল্লিদের ওপর সাদপন্থিদের সশস্ত্র ও পরিকল্পিত হামলা এটি। মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করে সা’দরা এই জঘন্য হামলা চালিয়েছে, এরা ইসলামের দুশমন। তিনি বলেন, সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলার ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছে,
শত শত মানুষ আহত হয়েছে যার মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেকের জ্ঞান এখনো ফিরেনি। বিদেশী চক্রান্তের অংশ হিসেবে এ হামলা হয়েছে বলেও জানান তারা। উক্ত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা বক্তব্য রাখেন, চাটখিল তাবলীগ জামাত ও তৌহিদী জনতার আহ্বায়ক,
মাওলানা মোহাম্মদ ইউসুফ , মুফতি আছেম, মুফতি মোহাম্মদ হাবিব মাওলানা মুফতি খলিল আহমেদ সহ প্রমুখ। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা শেষে জেলা ও উপজেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হবে।
Leave a Reply