টাকার বিনিময়ে সাংবাদিক পরিচয়পত্র পাওয়া নাম ধারি সাংবাদিকরা তাদের ব্যবহার কৃত যানবাহনের সামনে প্রেস (সাংবাদিক) স্টিকার লটকিয়ে দাপিয়ে বেড়াচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। এতকরে প্রকৃত সাংবাদিকদের সম্মান নষ্ট হচ্ছে, আর এসব সাংবাদিকরা গাড়িতে স্টিকার লটকিয়ে, বিভিন্ন দোকানে চা পাতি, মদিখানা মালামাল, কসমেটিক বিক্রয় করে বেড়াচ্ছে, যা প্রতিহত করা অতিব জরুরী বলে মনে করেন অভিজ্ঞ মহল।
এই পরিস্থিতি দেশের প্রতিটি জেলার শহরগুলোতে প্রকৃত সাংবাদিকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষত, কিছু ব্যক্তি যারা শিক্ষাগত যোগ্যতা কিংবা পেশাগত দক্ষতা ছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার করছে, তারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমনকি, অনেক চা বিক্রেতা বা গ্যারেজ মেকানিক্সও সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যবসা করতে দেখা যাচ্ছে।
এভাবে সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যক্তি স্বার্থের জন্য কাজ করার ফলে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। যারা প্রকৃত সাংবাদিক, যারা সমাজের খবর সঠিকভাবে তুলে ধরে তাদের কাজের মর্যাদা হুমকির মুখে। সেগুলি এখন আর যথাযথ মর্যাদা পাচ্ছে না, কারণ সাংবাদিকতার নামে ব্যবসা, চা বিক্রি, কিংবা অন্যান্য অপেশাদার কর্মকাণ্ড চালানো হচ্ছে।
এমন চরম অবক্ষয়ের ফলে সাংবাদিকতার নীতি ও মূল্যবোধও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সাংবাদিকতার এই বাণিজ্য বন্ধ করা না গেলে, ভবিষ্যতে এই পেশার মর্যাদা পুরোপুরি হারিয়ে যেতে পারে। তাছাড়া, প্রকৃত সাংবাদিকদের সামাজিক সম্মান এবং পেশাগত মর্যাদা সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের এখনই সময়।
Leave a Reply