রোববার বিকেলে বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে মাওলানা আবুল হোসেন বলেন,১৮ ডিসেম্বর গভীর রাতে ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপরে ইসরায়েল,
ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোসর সাদপন্থী খুনী সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা
এবং বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় ওলামা মাশায়েখের মুফতি সাইদুল বাসার, মুফতি আবু হানিফ, হাফেজ মাওলানা আজিজুল হক,
মুফতি ওমর ফারুকসহ বিভিন্ন স্তরের মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে নিহত এবং আহতদের জন্য দোয়া কামনা করা হয়।
Leave a Reply