কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষ হামলার বিষয়টি অস্বীকার করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কারখানায় বিস্ফোরণের পর আকাশে আগুনের গোলা উড়ে যাচ্ছে। ভবনের একটি অংশ ধসে পড়েছে। আরও একাধিক ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে স্টিলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা সিএনএন তুর্ককে জানিয়েছে, বিস্ফোরণের ফলে কোতেলি শহরজুড়ে কম্পনের সৃষ্টি হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য এবং নিরাপত্তা ইউনিট পাঠানো হয়েছে।
দেশটির বিচারমন্ত্রী ইলমাজ টাঙ্ক বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply