নষ্ট হওয়া বীজতলা দিয়ে পাঁচ ,ছয় বিঘা জমিতে ধান রোপণ করা যেতো। ভুক্তভোগী কৃষক, মোশাররফ হোসেন, ইব্রাহিম হোসেন, আব্দুল্লা ও উসমান আলী জানিয়েছেন ,
এলাকার একটি মহলের সাথে গত কয়েকদিন ধরে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলছে। যার জের ধরে ২৩ ডিসেম্বর রাতে এঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা । বিষয়টি নিয়ে এলাকায় বেশ শরগম শুরু হয়েছে ।
তবে মামলা করবেন কিনা তা জানতে চাইলে ভুক্তভোগীরা জানান বিষয়টি নিয়ে আগে পরিবারের মধ্যে বশা বশি করে চিন্তা ভাবনা করা হবে।
Leave a Reply