সোহাগ হাসান সন্ধি, শালিখা-মাগুরা থেকে: মাগুরার শালিখা থানার আয়োজনে “কমিউনিটি পুলিশিং মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে বর্ন্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। থানা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে যশোর-মাগুরা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত মিলন কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ্যাড. শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সোনালী ব্যাংক শালিখা শাখার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবক্কার মাষ্টার, মাগুরা ডিএসবি’র এসআই আশরাফুল আলম, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হুসাইন শিকদার, বুনাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন লস্কার, আড়পাড়া ইউপি সদস্য তুষার দে মন্ডল, গঙ্গারামপুর ইউপি’র সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান প্রমূখ।
Leave a Reply