1. admin@somajerchitro.com : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

যশোরে একই পরিবারের তিনজনকে মারপিটের ঘটনায় থানায় মামলা

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

যশোরে একই পরিবারের তিনজনকে মারপিটের ঘটনায় থানায় মামলা

যশোর অফিস :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া জঙ্গলবঁাধাল গ্রামে একই পরিবারের তিনজনকে মারপিট এবং বাড়িঘর ভাংচুরের ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। ওই গ্রামের আব্দুল গণির মেয়ে ময়না খাতুন ৬জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

আসামিরা হলো, একই গ্রামের আব্দুল বারেকের ছেলে জহুরুল ইসলাম (৩০), আজাদ হোসেন (৩৭) ও তার ছেলে জাহিদ হোসেন (২১), সালাউদ্দিনের ছেলে মারুফ হোসেন (২২), কালাম মোল্লার ছেলে সাকিব হোসেন (২০) এবং আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম রেজা (৩৬)।

এজাহারে ময়না খাতুন উল্লেখ করেছেন, আসামিরা তার প্রতিবেশি। তার স্বামী প্রবাসে থাকায় তিনি তার পিত্রালয়ে বসবাস করেন। আসামিদের সাথে তার পিতার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে আসামিরা তাদের বাড়িতে যায়। এবং গালিগালাজ করে।

তিনি নিশেষ করায় তার ওপর ক্ষিপ্ত হয় এবং লোহার রড দিয়ে আঘাত করে। ফের মারতে গেলে তার ভাই ইমরান হোসেন ও আরমান হোসেন ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। সে সময় কুড়াল দিয়ে কুপিয়ে ঘরের দরজা কুপিয়ে নষ্ট করে দেয়।

যাওয়ার সময় মামলা করলে প্রাণে শেষ করে দেয়া হবে বলে হুমকি দেয়। পরে তারা তিনজনই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এই ঘটনায় গত ৮ জানুয়ারি আদালতে পিটিশন দাখিল করলে আদালতে নির্দেশে কোতয়ালি থানা পুলিশ তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews