আসামিরা হলো, একই গ্রামের আব্দুল বারেকের ছেলে জহুরুল ইসলাম (৩০), আজাদ হোসেন (৩৭) ও তার ছেলে জাহিদ হোসেন (২১), সালাউদ্দিনের ছেলে মারুফ হোসেন (২২), কালাম মোল্লার ছেলে সাকিব হোসেন (২০) এবং আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম রেজা (৩৬)।
এজাহারে ময়না খাতুন উল্লেখ করেছেন, আসামিরা তার প্রতিবেশি। তার স্বামী প্রবাসে থাকায় তিনি তার পিত্রালয়ে বসবাস করেন। আসামিদের সাথে তার পিতার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে আসামিরা তাদের বাড়িতে যায়। এবং গালিগালাজ করে।
তিনি নিশেষ করায় তার ওপর ক্ষিপ্ত হয় এবং লোহার রড দিয়ে আঘাত করে। ফের মারতে গেলে তার ভাই ইমরান হোসেন ও আরমান হোসেন ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। সে সময় কুড়াল দিয়ে কুপিয়ে ঘরের দরজা কুপিয়ে নষ্ট করে দেয়।
যাওয়ার সময় মামলা করলে প্রাণে শেষ করে দেয়া হবে বলে হুমকি দেয়। পরে তারা তিনজনই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এই ঘটনায় গত ৮ জানুয়ারি আদালতে পিটিশন দাখিল করলে আদালতে নির্দেশে কোতয়ালি থানা পুলিশ তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।
Leave a Reply