বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে আজ মতবিনিময় সভা
বাঘারপাড়া প্রতিনিধি ঃ বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে আজ ভাঙ্গুড়া বাজারস্থ আওয়ামীলীগ অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ছাত্রলীগের সাবেক মেধাবী ও চৌকস ছাত্রনেতা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক, যশোর জেলা আওয়ামীলীগের সুযোগ্য সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাঘারপাড়া ও অভয়নগরের আওয়ামীলীগকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে,
কারণ স্বাধীনতাবিরোধী অপশক্তি যেন কোনো ভাবেই দেশের স্থিতিশীল পরিবেশকে বিনষ্ট না করতে পারে সেদিকে সকল স্বাধীনতাকামী মানুষকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ দৃষ্টি রাখতে হবে।”
বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে দুঃসময়ে যেসব নেতৃবৃন্দ অপরিসীম অবদান রেখেছেন তাদের প্রতি সবার শ্রদ্ধা রেখে রাজনীতি করবার জন্য তিনি সবিনয় আহ্বান জানিয়েছেন এবং এ-সময় তিনি জামদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কওসার পারভেজের পরিবারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়া বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক সুযোগ্য প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের প্রতিও শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রকৌশলী আরশাদ পারভেজের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশাহ, উপজেলা যুবলীগের সুযোগ্য সদস্য মুরাদ খান, কামাল হোসেন, উপজেলা তাতী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তুর্কী, মোজাফফর হোসেন, উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য ও ধলগ্রাম ইউনিয়নের সভাপতি শ্যামল কুমার মন্ডল,
রায়পুর মৎস্যজীবীলীগের মুন্সি মনিরুজ্জামান, কৃষ্ণ তরফদার, জামদিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবীলীগের সভাপতি এম.এন শাহিনুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য রেমন হোসেন
এবং এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি তবিবর রহমান মেম্বার।
Leave a Reply