আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে একটি মহল ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলেছে। আগামী জাতীয় নির্বাচনে কোন দল এলো আর কোন দল এলো না- সেটি কোনো বিষয় নয়। সাঠিক সময়ে সঠিক নিয়মেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে দলটি নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র করছে।যেকোনো মূল্যে তাদের সেই দুঃস্বপ্নকে রুখে দিতে হবে। ’
আজ শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলার কলমুডাঙ্গা হাইস্কুল মাঠে ৫ নম্বর পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ-পুর্নমিলনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার দূরদর্শিতা ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে জনগণ পুনরায় আওয়ামী সরকার নির্বাচিত করে সংসদে পাঠাবে।
পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দেশের অগ্রগতি ও জনগণের উন্নয়নের স্বার্থে সকল নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মাসুদ, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সুত্র কালের কন্ঠ
Leave a Reply