শালিখায় মাঠদিবস পালিত
সোহাগ হাসান সন্ধি, শালিখা-মাগুরা থেকে: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধানে দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কৃষকদের আনুষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে উন্নত বীজ উৎপাদন ও সংরক্ষণ শেষে মাঠদিবস পালিত হয় শালিখার সিংড়া নাটমন্দিরে।
২৩ নভেম্বর বিকাল ৪টায় উচ্চ ফলনশীল ব্রি ধান- ৮৭-এর চাষ প্রণালী ও বীজ সংরক্ষণ প্রশিক্ষণের এই সমাপণী অনুষ্ঠানে সভাতিত্ব করেন সিংড়া-তিলখড়ি পানি ব্যবস্থাপনা দলের সভাপতি শংকর কুমার বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বাবু সঞ্জয় হালদার।
আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড শালিখা উপজেলা কর্মকর্তা আলফাজ উদ্দিন, কমিউনিটি ফ্যাচিলিটিটর জ্যোতির্ময় প্রমুখ।
Leave a Reply