প্রধানমন্ত্রীকে দেখতে ‘নৌকা’ নিয়ে যশোর জেলা শহরে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার সরশুনা গ্রাম থেকে নৌকা চালিয়ে এসেছেন। যশোর শহরের রাস্তায় নৌকা চলতে দেখে অবাক হয়ে তাকাচ্ছিলেন পথচারীরা। তারা উঁকি দিয়ে দেখতে চাইছিলেন ভেতরে বসে থাকা লোকটিকে। ভট ভট শব্দ করে এক পাশ দিয়ে চলছিল নৌকাটি।
৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম বসিয়ে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে যশোরের উদ্দেশে রওনা দেন শেখ শহর আলী। তিনি মূলত বাউলশিল্পী।
শহর আলী বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আছে। তাই এই নৌকা নিয়ে এসেছি। মানুষকে আনন্দ দেব, নিজেও আনন্দ পাব।
প্রধানমন্ত্রীর জনসমাবেশ শেষ হওয়া পর্যন্ত যশোরে থাকবেন শেখ শহর আলী। জনসভার এলাকায় নৌকা নিয়ে ঘুরবেন এবং বাউলগান শোনাবেন বলে জানান তিনি।
আজ যশোর জেলা শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই ভেন্যুসহ পুরো শহর সমাবেশস্থলে পরিণত করতে গত সাত দিন ধরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জনসভা ঘিরে প্রচার-প্রচারণা আর স্লোগানে মুখর যশোর। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ এবং উন্নয়নের নতুন ভাবনার কথা শুনতে অপেক্ষায় রয়েছেন।
skhobor
Leave a Reply