বাঘারপাড়ার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে – গোলাম মোস্তফা প্যানেল বিজয়ী
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের উদ্দেশ্য অভিভাবক সদস্যদের নির্বাচনে গোলাম মোস্তফা প্যানেল বিজয়ী হয়েছে ।
২৭ নভেম্বর (রবিবার) সকাল ১০টা বিদ্যালয়ের হলরুমে এই ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে শরিফুল ইসলাম এবং গোলাম মোস্তফা দুটি প্যানেলের ৫ জন করে মোট ১০ জন প্রার্থী অংশ গ্রহণ করে ।
প্রথম দিকে ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট গ্রহণ শুরু হলেও কিছু সময় পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়ার একপর্যায়ে পুলিশের তৎপরতায় পরিবেশ শান্ত হয়। এরপর থেকে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ চলে।
ভোটগননা শেষে প্রিজাইডিং অফিসারের ঘোষণা মতে গোলাম মোস্তফা প্যানেল নিরংকুশ বিজয় লাভ করে । প্রাপ্ত ফলাফল অনুযায়ী গাজী আসাদুজ্জামান ৮৬ ভোট, আজিজুর রহমান ৭৪,
রোকনুজ্জামান লাভলু ৭৯, সনাতন অধিকারী ৭২ এবং সালেহা বেগম ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়। নির্বাচনে পুলিশ ও আনছার সদস্যরা দায়িত্ব পালন করেন।
Leave a Reply