বসুন্দিয়ায় দুই যুবককে হাতুড়ি পিটায় আহত করেছে সন্ত্রাসী চক্র
নিজস্ব প্রতিবেদকঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে মেইন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই যুবক-কে পিছন থেকে ১০/১২ জন সন্ত্রাসী চক্র অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি পেটায় আহত করেছে।
এ ঘটনাটি ঘটেছে ২৭ নভেম্বর রোববার সন্ধ্যার পর। আহতরা হলো বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত খয়বার রহমান মাষ্টারের ছেলে মোঃ আতিকুজ্জামান টুটুল (২৫), একই গ্রামের মৃত রজব আলীর মোল্যার ছেলে মোঃ হালিম বাঘা (২৭)।
আহত দু’জনকে আশেপাশে থাকা জনগন দ্রুত আলাদীপুর বাজারের চিকিৎসক ফজলুর রহমানের চেম্বারে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।
স্থানীয়রা জানান, বসুন্দিয়া বাজারের ব্রীজ সংলগ্ন একটি খাবার হোটেল থেকে বেরিয়ে এই দু যুবক সড়ক দিয়ে হেটে যাচ্ছিল এমন সময় পিছন থেকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী চক্র এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়।
এবিষয়ে টুটুলের বড় ভাই লিটন বলেন, পূর্ব শত্রুতার মিমাংসা করার জন্য বসাবসির কথা ছিল আজ সন্ধ্যার পর। তার আগেই পূর্বপরিকল্পিত ভাবেই এঘটনা ঘটিয়েছে। চিকিৎসক ফজলুর রহমান জানান, প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুজনেরই পায়ে হাতড়ি পেটার অনেক ক্ষত দেখা যাচ্ছে।
কোন হাড় ভেঙ্গেছে কিনা তা এক্সারে না করা পর্যন্ত বলা সম্ভব নয়। স্থানীয়দের ধারণা এঘটনা পূর্ব শত্রুতার কেন্দ্র করেই অতর্কিত হামলা চালিয়েছে।
Leave a Reply