যশোরে মনিরামপুরে অনলাইনে অবৈধ ব্যাটিং অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ২ যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। রোববার বিকাল চারটার দিকে জেলার মনিরামপুর উপজেলার কমলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, মনিরামপুর উপজেলার কমলাপুর গ্রামের চিত্ররঞ্জন রায়ের ছেলে শ্রী বিপ্লব রায় ও একই এলাকার আনন্দ কুমার রায়ের ছেলে শ্রী সমীর কুমার রায়। এ সময় তাদের কাছথেকে অনলাইন বেটিং এর কাজে ব্যবহৃত ২টি এনড্রয়েড স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে: নাজির রহমান জানান, মনিরামপুর কমলাপুর এলাকায় একটি চক্র 1XBET সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যম জুয়া খেলা করছে । যার লেনদেন করছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে।
Leave a Reply