রোববার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের দিন সকাল আটটায় চাঁচড়া বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে টাউনহল মাঠে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় স্টেডিয়ামে কুচকাওয়াজ, এরপর বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ১০টায় স্টেডিয়ামে ডিসপ্লে, সাড়ে ১০টায় টাউনহলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বিকেলে আলোচনা ও সাং¯ৃ‹তিক অনুষ্ঠান। এছাড়া, মাসব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠান হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করতে হবে।
জেলা প্রশাসক বলেন, ১১ ডিসেম্বর টাউনহল মাঠে স্বাধীনতা মঞ্চের উদ্বোধন করা হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, পৌরমেয়র হায়দার গনি খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, ইনস্টিটিউটের সহকারী সাধারণ সম্পাদক রওশন আরা রাসু প্রমুখ।
Leave a Reply