ঝালকাঠি থেকে যশোরে এসে ইয়াবা বিক্রির সময় এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে র্যাড-৬ যশোরের সদস্যরা। এসময় তার কাছথেকে ৫শ’৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের সিটি কলেজপাড়া এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায়।আটক ছিদ্দিকুর রহমান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায়
কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্ততে তারা জানতে পারেন ঝালকাঠি থেকে এক ব্যক্তি এসে যশোরে ইয়াবা বিক্রি করছে। তাৎক্ষনিক তারা ওই এলাকায় অভিযান চালিয়েছিদ্দিকুরকে আটক করেন। পরে ছিদ্দিকুর জানান, তিনি প্রায় এসে যশোরে মাদক বিক্রি করে। এছাড়া গত ১৭ জানুয়ারি ইয়াবাসহ চট্রগ্রাম থেকে আটক হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
Leave a Reply