ব্রাজিলে বিশ্বকাপ খেলা ভারতীয় দলের গোলরক্ষক এখন অটো ড্রাইভার
ভারতের হয়ে বিশ্বকাপ ফুটবলে প্রতিনিধিত্ব করার সুযোগ হয় উত্তর ২৪ পরগণার অরিন্দমের। ভারতের সঙ্গে প্রথম খেলা পড়ে দক্ষিণ আফ্রিকার।
এইটুকু পড়ে নিশ্চয় খটকা লাগলো! ভারত ফুটবল বিশ্বকাপে তো এখনও অংশগ্রহণই করতে পারলো না। তবে এই বাংলার খেলোয়াড় কী করে বিশ্বকাপ খেলল? এরকম প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক।
বিশ্বাস করা কঠিন হলেও বাস্তবে এমনটাই হয়েছে। আপনি অরিন্দমের অটোতে বসেই হয়তো কোন না কোন সময় যাতায়াত করেছেন। আর আপনি জানতেই পারলেন না অটোর ড্রাইভার ছেলেটায় ভারতের জাতীয় ফুটবল দলের একসময়ের গোলরক্ষক!
Leave a Reply