চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর থানা পুলিশের হাতে পৃথক মামলায় ২৭ বিএনপি নেতা-কর্মী আটক
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর থানা পুলিশ পৃথক পৃথক মামলায় ২৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
গোমস্তাপুর থানা সুত্রে জানা গেছে, গোমস্তাপুরে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। মঙ্গলবার(২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রহনপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে আটককৃদের নাম ঠিকানা পাওয়া যায়নি। বুধবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলায় উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি’র ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়ছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতার চেষ্টা ও গোপন বৈঠকের অভিযোগে বিএনপি’র ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।।
Leave a Reply