কাতার বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের চলছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে লাতিন আমেরিকার দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে এই দেশের মানুষের উচ্ছাস সবচেয়ে বেশি। রাত জেগে খেলা দেখা, দল জিতলে মিছিল বের করা নিয়মিত ঘটনা। এই খবর এবার পৌঁছে গেছে আর্জেন্টিনায়।লিওনেল মেসিদের সমর্থন দেওয়ায় তারা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে।
গত বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ‘বাঁচা-মরার’ ম্যাচ ২-০ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরদিনই আর্জেন্টিনা জাতীয় দলেরর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকার মাঝে ‘ফিস্ট বাম্পের’ ইমোজি।
ক্যাপশনে লেখা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তারা আমাদের মতোই পাগল। ‘ পোস্টটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু ইমোজি। উল্লেখ্য, এর আগে ফিফার অফিসিয়াল টুইটারে বাংলাদেশি ফুটবল দর্শকদের ছবি পোস্ট করা হয়েছিল। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
Leave a Reply