শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা শালিখার ছয়ঘরিয়া গ্রামের কাজিপাড়াবাসীর ব্যক্তিগত অর্থে সরকারি রাস্তা সংস্কার করা হরেছে।
সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে কাদা ও পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। দীর্ঘ দিন থেকে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়ে ব্যার্থ হয়ে অবশেষে নিজেরায় ব্যক্তিগত ভাবে উদ্যোগে নিয়ে যারযার সামর্থ্য অনুযায়ী টাকাদিয়ে রাস্তাটি সংস্কার করেছে।
ঐ রাস্তা দিয়ে কাজিপাড়াসহ পার্শবর্তী কয়েকটি গ্রামের শতাধিক শিক্ষার্থীর স্কুল, কলেজ ও মাদরাসায় যাওয়া আসা করে। এছাড়া প্রতিদিন শতশত মানুষ জরুরী প্রয়োজনে হাট-বাজার ও কৃষি জমিতে যাতায়াত করে।
স্থানীয় আর.কে.ডোর মিলের এমডি জুয়েল হুসাইন বলেন এই ভাবে নিজেদের প্রয়োজনে সব এলাকার মানুষ রাস্তাঘাট উন্নয়ন করে সরকারের উন্নয়নে অংশীদার হবে এটাই আশাকরি।
Leave a Reply