হারাধনের ৩২ ছেলে, রইল বাকি ৮! বিশ্বকাপের ৫৬ ম্যাচ শেষে বিদায় নিয়েছে ২৪ দল, এখন বিশ্বকাপটা কেবলই ৮ দলের।
গ্রুপ পর্বে শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা আন্ডারডগদের অভাবনীয় জয়ের হিড়িক দেখা গেলেও শেষ ষোলোতে এক ম্যাচ বাদে জিতেছে সব ফেভারিট দলই; এক মরক্কো ছাড়া, স্পেনকে হারিয়ে দলটি উঠে গেছে বিশ্বকাপের শেষ আটে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউরোপের প্রতিনিধিত্ব অবধারিতভাবেই বেশি। ইউরোপ থেকে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, গেল বারের রানার্স আপ ক্রোয়েশিয়া, ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড, পর্তুগাল ও নেদারল্যান্ডস। দক্ষিণ আমেরিকা থেকে আছে রেকর্ড পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে আছে স্পেনের বিদায়ঘণ্টা বাজানো মরক্কো।
এক নজরে কোয়ার্টার ফাইনালের সময়সূচি
ম্যাচ তারিখ সময়
ব্রাজিল-ক্রোয়েশিয়া ৯ ডিসেম্বর রাত ৯টা
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ১০ ডিসেম্বর রাত ১টা
মরক্কো-পর্তুগাল ১০ ডিসেম্বর রাত ৯টা
ইংল্যান্ড-ফ্রান্স ১১ ডিসেম্বর রাত ১টা
Leave a Reply