যশোর জেলা বিএনপি নেতা ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খানকে আটক করেছে পুলিশ। বিএনপির দাবি,বৃহস্পতিবার দুপর একটার পর নিউমার্কেটের নিজ অফিস থেকে তাকে আটক করা হয়েছে। যদিও আটকের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দুপুরে মিজানুর রহমান খান তার নিজ অফিসে বসে কাজ করছিলেন। ওইসময় একটি সাদা মাইক্রোবাসে এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেন নি।
Leave a Reply