আজ থেকে ১১ বছর আগে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর গ্যালারিতে থাকা অসংখ্য মানুষ নিজ চোখে দেখেছিলেন মেসিকে। আবারও কি সেই সুযোগ পাবেন বাংলাদেশি ফুটবলপ্রেমীরা? আর্জেন্টিনার মিডিয়া কিন্তু এমন দাবিই করছে।চলতি কাতার বিশ্বকাপে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আর্জেন্টিনার ফুটবলার এবং জনগন জেনে গেছে বাংলাদেশে তাদের বিপুল ভক্ত আছে। মেসিদের খেলা নিয়ে বাংলাদেশের উন্মাদনার খবর প্রায়ই প্রকাশিত হচ্ছে আর্জেন্টাইন গণমাধ্যমে। আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্ট থেকে টুইট করে ধন্যবাদও জানানো হচ্ছে বাংলাদেশি ভক্তদের। এর মাঝেই আর্জেন্টাইন মিডিয়া ‘ক্লারিন’ জানিয়েছে, মেসিকে আবারও বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply