যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দেড় কোটি টাকা মূল্যের ১৭টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৪ ডিসেম্বর ) দুপুরে পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ সময় চোরাচালানীর কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)।
এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যান। তারা হলেন, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও জহির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (২৮)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি চালান পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৪ আর পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার, একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটক সোনার বাজার মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।
Leave a Reply